আজ আপনাদের কাছে যে বিষয়টি শেয়ার করব তা হল আপনার ফেসবুক পাসওয়ার্ড যদি
কেউ জেনে ফেলে তবুও সে আপনার নিদির্ষ্ট করে দেয়া কম্পিউটার ছাড়া অন্য
কোথাও থেকে আপনার ফেসবুক একাউন্টে ঢুকতে পারবে না । যখনই কেউ ঢুকার চেষ্টা
করবে তখনই আপনার মোবাইলে সংকেত চলে আসবে কিন্তু সে প্রবেশ করতে পারবেনা ।








সবাইকে ধন্যবাদ রইল । সবাই ভাল থাকুন আর আমার জন্য দোয়া করবেন ঠিক ঠিক ভাবে ট্রেনিং শেষ করে আবার আপনাদের মাঝে যেন ফিরে আসতে পারি ।
কি করতে হবে
- আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করুন ।
- একাউন্ট সেটিংসে যান ।
- নিচের দিকে একাউন্ট সিকিউরিটি এর ডান পাশে চেঞ্জ এ ক্লিক করুন ।
- তারপর রিকোয়ার মি টু এন্টার এ সিকিউরিটি কোড সেন্ট টু মাই ফোন এর বক্সে ক্লিক করুন ।
- তারপর সেট আপ নাউ এ ক্লিক করুন ।
- ফোন নাম্বারের ঘরে আপনার ফোন নম্বার লিখে কন্টিনিউ ক্লিক করুন ।
- আপনার মোবাইলে একটি কোড নাম্বার আসবে তা কোডের ঘরে লিখে কন্টিনিউ ক্লিক করুন ।
- এরপর কম্পিউটার নেম এর ঘরে নেম লিখুন ও নেক্সট ক্লিক করুন ।
- তারপর ক্লিক ক্লোজ ।
- এখন সেন্ড মি এন ইমেইল এবং সেন্ড মি এ টেক্স মেসেজ এর বাম পাশের বক্স চেক করে সেভ করুন ।
- ব্যস আপনার কাজ শেষ ।
স্ক্রীণশট দেখুন








সবাইকে ধন্যবাদ রইল । সবাই ভাল থাকুন আর আমার জন্য দোয়া করবেন ঠিক ঠিক ভাবে ট্রেনিং শেষ করে আবার আপনাদের মাঝে যেন ফিরে আসতে পারি ।
0 comments:
Post a Comment