Pages

আপনার ফেইসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা দেবে বিশ্বস্ত বন্ধুরা!

facebook security আপনার ফেইসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা দেবে বিশ্বস্ত বন্ধুরা!
সোস্যাল নেটওয়ার্কিং এর যুদ্ধে এগিয়ে থাকতে নিত্যনতুন সুবিধা যোগ করছে ফেইসবুক। ইদানিং যে আপডেট গুলো আসছে ফেইসবুকে তার সবচেয়ে নতুন সংস্করণ হচ্ছে বিশ্বস্ত বন্ধুদের সাহায্যে হ্যাক হওয়া একাউন্ট উদ্ধার করার পদ্ধতি। আপনার বিশ্বস্ত বন্ধুরা এবার এগিয়ে আসবে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তায়। অনেকের হয়তো এই সুবিধা এখনো সংযোজিত হয়নি কারণ এখনো বেটা টেস্টিং চলছে। তবে, একাউন্ট এর নিরাপত্তার খাতিরে সেলুলার সার্ভিস টা যেমন গুরুত্বপূর্ণ, এই সুবিধা টাও সেরকম গুরুত্বপূর্ণ একটি সংযোজন।
trusted friends1 আপনার ফেইসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা দেবে বিশ্বস্ত বন্ধুরা!

হ্যাক হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে আনুন আপনার বিশ্বস্ত বন্ধুদের সাহায্যেঃ

বিশ্বস্ত বন্ধুর সাহায্য নিয়ে একাউন্ট রিকভারি করা হচ্ছে সবচেয়ে নতুন আপডেট একাউন্টের নিরাপত্তার জন্য। আপনার কাছের ৩-৫ জন কে আপনি যদি বাছাই করুন বিশ্বস্ত বন্ধু হিসেবে তবে কোনভাবে যদি আপনার একাউন্ট হ্যাক হয়, অথবা আপনি পাসওয়ার্ড ভুলে যান তবে সেই বন্ধুদের কাছে ফেইসবুক অথরিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপায় এবং করণীয় এর বিবরণী পাঠাবে।
সার্ভিস টি চালু করার জন্য Account Settings –> Security –> Trusted Friends এ গিয়ে ৩-৫ জন কাছের বন্ধু কে অ্যাড করে রাখুন। তবে মনে রাখবেন, এখনো বেটা টেষ্টিং এ আছে। তাই অপশন টি না পেলে চিন্তা করার কিছু নেই, কয়দিন পরেই হয়তো পাবেন।
একবার চালু করার পরে, যদি কখনো কোন কারণে আপনার একাউন্টে আর লগ ইন না করতে পারেন, তবে ফেইসবুক ইন্টারফেইস এক কাছের বন্ধুদের কাছে সিকিউরিটি কোড পাঠাবে যা আপনি লগ ইন করার জন্য ব্যবহার করবেন। এবং সঠিক কোড দিলে সর্বোচ্চ ২৪ ঘন্টা লাগতে পারে একাউন্ট এর রিকভারী করার জন্য। হয়তো ২৪ ঘন্টা একটু বেশি সময় মনে হতে পারে, কিন্তু একাউন্ট হারানোর মত বাজে তো আর নয়।
তথ্যসূত্র এবং ভিডিও

0 comments:

Se

 

FB

নমুনা টেক্সট

মেমোরি কার্ড,পেন ড্রাইভ, কম্পিউটার ও সিমকার্ড থেকে কিছু Delete করছেন তো কি হয়েছে!
বিস্তারিত পড়ুন

Online Counter


Counts

free counters

1

Blog Archive

© 2009 SHOB NIL | Design by: ShobNil