Pages

‘লাইক’ এবং ‘পৌক’-এর অন্দরের গল্প

আচ্ছা বলুনতো, ফেসবুকে আপনার একটা ছবিতে যদি লাইকের সংখ্যা হয় দু’শ তাহলে তার বিশাল সংখ্যক ব্যবহারকারীর প্রতিদিন যে ছবি, পোষ্ট, মন্তব্য অথবা লিংকগুলো শেয়ার করে আর তাতে যে লাইক পড়ে তার মোট সংখ্যা কত? প্রতিদিন ফেসবুকে কতগুলো ছবি আপলোড হয়? ভাবতে পারেন? জানানোর চেষ্টা করছেন সজীব মিয়া।

• ফেসবুক ব্যবহারকারীরা প্রতিদিন ২.৭ বিলিয়ন বা ২৭০ কোটি বার বিভিন্ন পোষ্টে লাইক বাটন ক্লিক করেন।
• মাসিক ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৮৪ কোটি ৫০ লক্ষ। আর দৈনিক ব্যবহার করে থাকেন ৪৮ কোটি ৩০ লক্ষ ব্যবহারকারী।
• মোবাইলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪২ কোটি ।
• ফেসবুকে প্রতিদিন ব্যবহারকারীরা ২৫ কোটি ছবি আপলোড করে থাকেন।
• সঙ্গীত তারকা লেডি গাগা’র পেইজ সবচেয়ে জনপ্রিয়। এই পেইজ-এ লাইক করেছেন ৪৭ মিলিয়ন ব্যবহারকারী।
• চীন ছাড়াও সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া, ইরান এবং সিরিয়ায় ফেসবুক ব্যবহারে বাঁধা-নিষেধ আরোপ করা হয়েছে।
• প্রতিষ্ঠানটিতে নিয়োগপ্রাপ্ত কর্মীর সংখ্যা ৩২০০ জন।
• মার্ক জাকার্ার্গ ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহি। ফেসবুকে তার শেয়ারের অংশ ২৮ শতাংশ।
• যদিও মুনাফার সিংহভাগ আসে যুক্তরাষ্ট্র্য থেকে কিন্তু এর ব্যবহারকারী দেশের বাইরে বেশি।
• যুক্তরাষ্ট্র্য ছাড়া পশ্চিম ইউরোপ, কানাডা এবং অস্ট্রেলিয়াতে অধিক ব্যবসা করে ফেসবুক অথ্যাৎ যুক্তরাষ্ট্র ছাড়া লভ্যাংশ বেশি হয় এই তিন দেশ থেকে।
• কোম্পানি ২০১১ সালে নীট মুনাফা করেছিল প্রায় ৮ হাজার ২০০ কোটি টাকা।
• লভ্যাংশের প্রায় ৮৫ ভাগ আসে বিজ্ঞাপন বাবদ।
• বিগত বছর তার মোট বেতনের পরিমান ছিল প্রায় ৪ কোটি টাকা এবং বোনাসসহ প্রাপ্ত অর্থ প্রায় ১২ কোটি ২২ লক্ষ টাকা।
• তবে ২০১৩ সাল থেকে তার বার্ষিক বেতন হবে ৮ কোটি ২০ লক্ষ টাকা।


তথ্যসূত্র: বিবিসি

0 comments:

Se

 

FB

নমুনা টেক্সট

মেমোরি কার্ড,পেন ড্রাইভ, কম্পিউটার ও সিমকার্ড থেকে কিছু Delete করছেন তো কি হয়েছে!
বিস্তারিত পড়ুন

Online Counter


Counts

free counters

1

Blog Archive

© 2009 SHOB NIL | Design by: ShobNil