Pages

.:: এখন মোবাইলে ফেসবুক ব্যবহার করুন কোন টাকা খরচ না করেই .::

আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের শিখাবো কিভাবে মোবাইলে ইন্টারনেট ছাড়াই ফেসবুক ব্যবহার করবেন। অপারেটরের পাওয়ার মেনুর মাধ্যমে আপনি এটা করতে পারবেন।
- আপনার মোবাইল থেকে ডায়াল করুন *325# নাম্বারে।
- এরপর আপনাকে ফেসবুক লগিন করার জন্য Email ও Password দিতে বলা হবে।
- পরে আপনাকে Reply দেওয়া হবে। এখানে আপনি ফেসবুক পোস্ট করার,মেসেজ ও অন্যান্য অপশন পাবেন মোবাইলের পাওয়ার মেনুতে।
Fonetwish একটি সার্ভিসের সাহায্যে আপনি কোন টাকা খরচ না করেই ফেসবুকে পোস্ট,মেসেজ ও অন্যান্য কাজ করতে পারবেন।
কিন্তু আফসোসের কথা হলো আমাদের দেশে এই সার্ভিসটি নেই । তবে সম্প্রতি এয়ারটেল থেকে *325# নাম্বারে ডায়াল করলে আপনি এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন। তবে এতে প্রতিদিন ২.৩০ করে কাটবে। প্রবাশী যে বন্ধুরা আছেন তারা এ পদ্ধতিতে যেকোন মোবাইলে ফেসবুক ফ্রিতে ব্যবহার করতে পারবেন :)

0 comments:

Se

 

FB

নমুনা টেক্সট

মেমোরি কার্ড,পেন ড্রাইভ, কম্পিউটার ও সিমকার্ড থেকে কিছু Delete করছেন তো কি হয়েছে!
বিস্তারিত পড়ুন

Online Counter


Counts

free counters

1

Blog Archive

© 2009 SHOB NIL | Design by: ShobNil