আসসালামু-আলাইকুম, আশাকরি সবাই ভাল আছেন। আসলে আমার লেখা কেউ বেশী দেখতে
চাই না, কারন আমি অসাধারন কিছু উপহার দিতে পারি না। ছোট খাট বিষয় যা জানি
তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজ আমি অতি সামান্য একটা বিষয়
শেয়ার করবো। আমরা সবাই কম বেশী MS Word ফাইলে কাজ করি । এই MS Word ব্যবহার
করে অনেক ধরনের কাজ করা যায় । যদিও ক্যালেন্ডার বানানোর অনেক আলাদা
সফ্টওয়্যার আছে। তবুও এখানে থেকে সহজে ক্যালেন্ডার বানানো যায়। যারা জানেন
না, তারা একটু লক্ষ্য করুন এক মিনিটের মধ্যেই ক্যালেন্ডার বানিয়ে ফেলতে
পারবেন।
) প্রথমে MS Word ফাইল ওপেন করে File মেনু থেকে New তে ক্লিক করুন।
) এবার ডান পাশের টাস্কপ্যানে গিয়ে Template নির্বাচন করুন On my computer থেকে।

) এবার Other Documents ট্যাব থেকে Celendar Wizard সিলেক্ট করুন।
) এরপর Ok করুন এবং Next এ ক্লিক করুন।
) এবার আপনার পছন্দের Style নির্বাচন করে Finish করুন। (Finish করার আগে আপনি Next এ ক্লিক করে বছর, মাস ও দিন সেট করে নিতে পারেন।)
ব্যাস হয়ে গেল আপনার নিজের বানানো ক্যালেন্ডার। ধন্যবাদ সবাইকে :
) প্রথমে MS Word ফাইল ওপেন করে File মেনু থেকে New তে ক্লিক করুন।
) এবার ডান পাশের টাস্কপ্যানে গিয়ে Template নির্বাচন করুন On my computer থেকে।

) এবার Other Documents ট্যাব থেকে Celendar Wizard সিলেক্ট করুন।
) এরপর Ok করুন এবং Next এ ক্লিক করুন।
) এবার আপনার পছন্দের Style নির্বাচন করে Finish করুন। (Finish করার আগে আপনি Next এ ক্লিক করে বছর, মাস ও দিন সেট করে নিতে পারেন।)
ব্যাস হয়ে গেল আপনার নিজের বানানো ক্যালেন্ডার। ধন্যবাদ সবাইকে :
0 comments:
Post a Comment