
পিসি হেল্প লাইনে সবাইকে স্বাগতম।
ইউটিউব সাইটের ভিডিও ডাউনলোড করতে অনেকেরই বিড়ম্বনাতে পড়তে হয়। কেননা, ইউটিউব সাইটে ভিডিওর পাশে কোন ভিডিও লিংক দেয়া থাকে না। ফলে অনেক ইউজারই বুঝতে পারেন না কি করবেন? তবুও অনেকেই বিভিন্ন সফটওয়্যার কিংবা অ্যাডঅনস ব্যবহার করে থাকেন। গতকালকের পর্বে একটি ইউটিলিটি নিয়ে পোস্ট করেছিলাম- সেখানে কিভাবে সহজে ইউটিউব সাইট সহ অন্য সকল সাইট হতে ভিডিও ফাইল ডাউনলোড করবেন।
গতকালকের পোস্টটি ভিজিট করতে এখানে ক্লিক করুন-
অবশ্য
গতকালকের পর্বে সেখানে একটি ফ্রি ইউটিলিটি নিয়ে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজ
তেমনই একটি ইউটিলিটির সাথে পরিচয় করাব ও ডাউনলোড করার কৌশল শিখাব। এর নাম হল- Save 2 PC Ultimate.স্কীন শর্টের সাহায্য এর সুবিধাবলী জেনে নিই-

অবশ্য এর তিনটি সংস্করন রয়েছে তথা-Light, Standard, Professional, Ultimate। এর মধ্য Light ভার্সন বাদে অন্য সকল ভার্সন টাকা দিয়ে ক্রয় করতে হয়। অআপনি যদি Light ভার্সন ডাউনলোড করে কাজ করেন তাহলে সকল কাজ করতে পারবেন না এবং বেশ কয়েকটি ভিডিও ডাউনলোড করার পর কাজ করা যাবে না। মূল কথা কাজ করা বা রনা করা সমান কথা। এই জন্য সবচেয়ে ভাল হল- টাকা দিয়ে Ultimate ভার্সন ক্রয় করা।

Ultimate ভার্সন এর দাম প্রায় ৫০$ এর মত। চিন্তার কোন কারন নাই আপনাদেরকে ফূল ভার্সন দিচ্ছি ও সাথে সিরিয়াল কি। Ultimate ভার্সনটি ডাউনলোড লিংক দিয়েছি আমার আলোচনা পর্বের শেষে-
আরেকটি কথা এই ইউটিলিটি দ্বারা ফেসবুকসহ অন্য সকল সাইটের ভিডিও ফাইল নিশ্চিন্তে ডাউনলোড করতে পারবেন।
যে কোন মডেমের গতি বুঝে সমানভাবে কাজ করবে। ডাউনলোডকৃত ফাইলকে যে কোন ভিডিও ফরম্যাটে ফরম্যাট করা যাবে।
Save 2 PC Ultimate সফট: বিভিন্ন ভেন্ডরের নিকট হতে অসংখ্যক পুরস্কার পেয়েছে প্রায় ৪০ টিরও বেশী। সুতরাং প্রমানিত হয় যে, অন্য সকল সফটওয়্যার হতে এটিই সর্বকালের সেরা।
কিভাবে ভিডিও ফাইল ডাউনলোড করবেন-
Save 2 PC Ultimate ইনস্টল করলে নিম্নরুপ এন্টারফেস আসবে-

যে সাইটের ভিডিও নামাতে চান তার লিংক এখানে তথা লিংক বক্সে পেস্ট করুন > Get Vedio অপশনে ক্লিক করুন।কোন বার্তা এলে ডাউনলোডে ক্লিক করুন।ব্যাস ভিডিও প্রসেস এর কাজ শুরু হয়ে যাবে ও কাজ শেষ হলে নিম্নরুপ একটি চিত্র দেখাবে-

সফট ওয়্যারটি ইনষ্টল করতে নিম্ন লিংকটি অনুসরন করুন। মাত্র ৪ মেগাবাইটের ফাইল।

Click Here Download Now
আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, পিসি হেল্প লাইনের সাথেই থাকুন।আগামী দিনের প্রত্যাশাতে-https://www.facebook.com/maahibd
![]() |
facebook.com |
0 comments:
Post a Comment