Pages

☻যাদু শিখুন - ০৮ (কম্পিউটারের অজানা ট্রিকস)☻


ধিরে ধিরে আমি টের পাইতেছি যারা রেগুলার পোস্ট করেন তারা যে কি পরিমানের কষ্ট করেন,বাংলা লিখা যে এত কষ্ট,আমার ভাই রিতিমত দম বের হয়ে যাইতেছেজাউগ্গা, আজকে আমরা কি দেখবো জানেন?windows এর বিল্টিন কিছু প্রোগরাম বা ফোল্ডার আছে না? যেমন মাই কম্পিউটা,মাই নেটওয়ার্ক প্লেস,প্রিন্টার ও ফ্যাক্স....ব্লা ব্লা ব্লা.....এই জিনিস গুলো কপি পেস্ট করা যায় নাকিন্তু সে গুলো আপনে চাইলেই যেখানে খুশি সেখানে বানিয়ে নিতে পারেনকপি পেস্ট না, একদম অরিজিনাল......হিহিচলেন দেখি-

ডেস্কটপে অথবা কোন ড্রাইভে একটি নতুন ফোল্ডার তৈরি করে সেটার নাম দিন-
My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
দেখুন মাইকম্পিউটার আইকনটি তৈরি হয়েছে তাতে কোন শর্টকার্ট চিহ্ন নাই একেবারে অরজিনাল আইকনের মতোতাই না? এবার বাকিগুলো একই ভাবে করুন নিচে দিলাম

রিসাইকেল বিন – Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
কন্ট্রোল প্যানেল – Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
ইন্টারনেট এক্সপ্লোরার – Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
মাই কম্পিউটার – My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
মাই নেটওয়ার্ক প্লেস – My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
প্রিন্টার ও ফ্যাক্স – Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
স্ক্যানার ও ক্যামেরা – Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}
সার্চ রেজাল্ট – Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}
ফোল্ডার অপশন - FOLDER OPTION.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
স্টার্ট বার এন্ড স্টার্ট মেনু - TandS.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
এডমিনিস্ট্রেটর টুলস - Admin.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
ফন্টস -Fonts.{D20EA4E1-3957-11d2-A40B-0C5020524152}
নেটওয়ার্ক কানেকশন -NetConnection.{7007ACC7-3202-11D1-AAD2-00805FC1270E}

0 comments:

Se

 

FB

নমুনা টেক্সট

মেমোরি কার্ড,পেন ড্রাইভ, কম্পিউটার ও সিমকার্ড থেকে কিছু Delete করছেন তো কি হয়েছে!
বিস্তারিত পড়ুন

Online Counter


Counts

free counters

1

Blog Archive

© 2009 SHOB NIL | Design by: ShobNil