
আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আসছে পবিত্র রমজান কে মাথায় রেখে আমি আপনাদের সাথে আজকে আরেকটি বই উপহার দিবো। বইটির নাম “রোযার মৌলিক শিক্ষা।” রমযান মাস আসতে আর বেশি দেরি নাই। আল্লাহ আমাদেরকে রমযান মাস এর কদর করার তৌফিক দান করুন এবং আমাদের আমলনামায় এই রমযান এর পরিপূর্ণ সওয়াব দান করুন আমিন।
“হে ঈমানদারগন! তোমাদের জন্য রোযা ফরয করে দেয়া হয়েছে। যেমন তোমাদের পূর্ববর্তীদের (নবীদের উম্মতের) উপর ফরয করা হয়েছিল, যেন তোমরা পরহেযগার হতে পার।” -(সূরা আল-বাকারাঃ ১৮৩)
খন্দকার আবুল খায়ের সাহেব এর লেখা রোযার মৌলিক শিক্ষা বইটিতে খুব সুন্দরভাবে রমযানের প্রস্তুতি, কিভাবে রোযা ফরজ হল বিস্তারিত তুলে ধরা হয়েছে। রোযা শুরু হয়ে যাবার আগেই আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত আগে থেকেই প্রস্তুতি গ্রহন করা জরুরি।
আগে থেকে জেনে যেন আমরা সঠিক ভাবে আমল করতে পারি তাই মাত্র ২.৯৭ মেগাবাইট এর বইটি পরে জেনে নিন রোযার মৌলিক শিক্ষা গুলো। তাহলে দেরি না করে বইটি ডাউনলোড করে নিন এখনি।
বইটি মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।
অথবা
জাম্বু থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
বইটি পরে আমরা সঠিকভাবে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ। ইয়া আল্লাহ্ !
আমাদেরকে তোমার দ্বীনের উপর অবিচল প্রতিষ্ঠিত রাখো। ধৈর্য ধারণ করার তৌফিক
দাও এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু দিও। আমিন।আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমার জন্য দুয়া করবেন।
আল্লাহ হাফেজ।

0 comments:
Post a Comment