
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে Alt বাটনের সুন্দর সুন্দর কয়েকটি কাজ দেখাব। আশা করি সবারই জিনিসটা ভালো লাগবে।
Alt বাটন আমরা সবাই চিনি। এর কিন্তু ম্যালা তেলেছমতি কারবার আছে নিচে এদের কিছু উল্লেখ করলাম হয়ত আপাদের কাজে লাগবে।☺☺☺☺:D


প্রথমে Alt বাটন চেপে ধরে উল্লেখিত নাম্বার গুলো চাপুন তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত ইন্টারফেস।

Alt + 1 = ☺
Alt + 2 = ☻
Alt + 3 = ♥
Alt + 4 = ♦
Alt + 5 = ♣
Alt + 6 = ♠
Alt + 7 = •
Alt + 9 = ○
Alt + 225 = ß
Alt + 112 = p
Alt + 178 = ▓
Alt + 11456 = └
Alt + 778 = ◙
Alt + 258 = ☻
Alt + 753 = ±
Alt + 459 = ╦
Alt + 954 = ║
Alt + 943 = »
Alt + 25 = ↓
Alt + 15 = ☼
Alt + 16 = ►
মনে রাখবেন Alt বাটন চেপে ধরে তারপর নম্বর গুলো চাপবেন। Alt ছেড়ে তারপর চাপবেন না। 
আগমী টিউনে হয়ত Alt বাটনের আরও সব ইন্টারফেস নিয়ে হাজির হব। তত দিন আমার জন্য দোয়া করবেন ।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।
0 comments:
Post a Comment